ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক ভবনের তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে পৌর শহরের কলেজষ্টান্ড কারিগর পাড়ার বাপ্পি কটেজে চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নগদ অর্থ,স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানায়, ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভবন মালিক হাবিবুর রহমান মাষ্টারের স্ত্রী জানান, আমি অসুস্থ্য থাকায় বাড়ির নিচ তলায় ছিলাম। এই সুযোগে চোর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পড়ে। এসময় বাসায় কোন লোকজন ছিল না। পরে দোতলার রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, ঘরের মধ্যে ফ্যান চলায় কোন প্রকার শব্দ শুনতে পায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এদিকে পৌর এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার দায়িত্বরত অফিসার এসআই জাহিদ জানান, চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।