কাল থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। অমান্যকারীকে জেল জড়িমানা
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়ায় কাল থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি। আদেশ না মানলে জেল জড়িমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে হবে।
২০২১-২০২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাতীয় মাছ ইলিশ রক্ষায় ৩ অক্টোবর বানারীপাড়া উপজেলা পরিষদ হলরুমে একটি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অত্র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ গোলাম ফারুক। অত্র সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। অত্র সভায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষন বিষয়ে গুরুত্ত্বপূর্ন বক্তব্য রাখেন বানারীপাড়া থানা অফিসার ইচনার্জ মোঃ হেলাল উদ্দিন।
এ সময় বক্তৃতায় বলেন ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশের ন্যায় ইলিশ আহরন, ক্রয় বিক্রয়, বাজারজাত করন, পরিবহন, মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এবং এ আইন অমান্যকারী কে ১ থেকে ২ বছরের শাস্তি অথবা ৫০০০ টাকা জড়িমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
এবং সকলকে সচেতন হয়ে এই ২২ দিন ইলিশ ধরা বিরত রেখে দেশের সম্পদ রক্ষা এগিয়ে আসার আহব্বায়ন জানান।