কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয় । কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, দোয়া মাহফিল ও শিশুদের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, পিআইও সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, খাদ্য কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।