কাউখালীতে নতুন ভবনে শিক্ষার্থীদের বরণ করে নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি,
কাউখালী উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে সোমবার সকালে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা ব্যক্তিগত উদ্যোগে ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে ছাত্র ছাত্রীদের বরণ করে নেয়। যাতে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিসহ বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আব্দুল হাকিম, সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম জামান, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ্মরানি দত্তসহ অন্যান্য অতিথিবৃন্দ।