পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের দুই নারীকে ইভটিজিংয়ের অপরাধে আব্দুর রাজ্জাক সরদার (৩৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাজ্জাক চিরাপাড়া গ্রামের মোজাহার সরদারের ছেলে।
শুক্রবার রাতে (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এ আদেশ দেন।
সুত্র জানায়, দুই নারীকে ইভটিজিং করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।