শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ



কাঁঠালিয়া উপজেলার শিক্ষক শাহজাহান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়া উপজেলার শিক্ষক শাহজাহান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মো. সরোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাঁঠালিয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সরোয়ার হোসেন উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে। 

গত বছরের ২৯ মার্চ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির অন্য আসামিরা হলেন, কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের মো. সালাম জমাদ্দার (৫০) ও আবদুল লতিফ হাওলাদার (৬০)। রায় ঘোষণার পর ওই দিনই মো. সালাম জমাদ্দার ও আবদুল লতিফ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শাহজাহান হাওলাদার। তাঁর সঙ্গে জমিজমা ও বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ছিল ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের। ওই দ্বন্দ্বের জেরে ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে। নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সরোয়ার হোসেনকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এনে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া