পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. বাবুল গাজী (৫২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হারুন হাওলাদার (৫২)কে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে মহিপুর থানা মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উভয়কে প্রথমে কুয়াকাটা হাসপাতালে ও পরে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠাণো হয়। চিকিৎসাধীন হারুন হাওলাদার জানায়, একটি জমাজমি নিয়ে ইদ্রিস হাং বনাম ফরিদ হাং একটি সালিশ মীমাংসা করলে সকলে মেনে নিলেও ফরিদ হাং মেনে নিতে পারেনি। তাই এসব ঘটনার জের ধরে ফরিদ হাং: ছেলেমেয়ে আত্মীয়স্বজন নিয়ে ইদ্রিস হাং এর বাড়ির সামনে পেয়ে মো. বাবুলগাজী ও মো. হারুন হাওলাদারের ওপর হামলা চালায় বলে জান গেছে। এদিকে বাবুল গাজী ও মো. হারুন হাওলাদারের ওপর হামলা চালানোর প্রতিবাদে ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও পরিষদ সংলগ্ন বাজারে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। সভায় বক্তারা ফরিদ হাং সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার মো. আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এখন তদন্ত চলছে।