বিএনপির ছয় জন সংসদ সদস্যের পদত্যাগের পর সচিবালয় থেকে শূন্য ঘোষণা হয় সেই আসনগুলো। এরপর উপ-নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন। শুরু হয় দলীয় মনোনয়ন সংগ্রহের জন্য ছোটাছুটি। এর মধ্যে অভিনেত্রী মাহিয়া মাহি এবং হিরো আলমও আছেন। মাহিয়া মাহি অভিনয় ছেড়ে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনবেন তিনি। এরই ধারাবাহিকতায় নানা ধরণের শো-ডাউন এবং জনসংযোগ করছেন। আর এবার মাহির পর হিরো আলমও চাইলেন আওয়ামী লীগের মনোনয়ন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন চান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, তফসিল ঘোষণা হয়েছে।
বিজ্ঞাপন
আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের জন্য যারা ভালো কাজ করছেন, তাদেরই সঙ্গী হিসেবে নিচ্ছেন। আমিও এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো। তবে নির্বাচনে যেকোনোভাবে অংশগ্রহন করবেন বুঝিয়ে তিনি লেখেন, যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন করব। যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।