পারভেজ আকন বিপ্লব। শুধু রাজনীতিবিদই ছিলেন না। ছিলেন একজন মানবতার প্রকুত ফেরিওয়ালা। ২০২০ সালে যখন কনোনা শুরু হয় তখন তিনি সাধ্যমত খাদ্য,পোষাক,অক্সিজেন স্যালিন্ডারসহ অনাহারি দুর্গত খেটে খাওয়া দিনমজুর ও দলীয় অসহায় এবং সুবিধা বঞ্চিতদের পাশে এসে দায়িয়েন মৃত্যু ঝু্ঁকি মাথায় রেখে। মৃত্যু হল এমন সময় যখন অভাবী মানু্ষের আশ্রয়স্থলে পরিনত হয়েছিলেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সাথে সাথে একের পর এক ব্যতিক্রমধর্মী কাজের মাধ্যমে আলোড়ন সৃস্টি করেছিল বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক, বরিশাল জেলা যুবদলের সভাপতি, সাবেক ভিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মরহুম পারভেজ আকন বিপ্লব
করোনা ভাইরাসের কারনে তৎকালীনসময়ে লকডাউনের কারনে বেকার হয়ে পড়া অসমর্থ নেতা কর্মীদের বাসায় খাদ্য সামগ্রী নিজেই সিএনজি চালিয়ে পৌছে দিতেন । যা বরিশাল সিটিতে বর্তমানে টক অব দা টাউনে পরিনত হয়েছিল।
ব্যতিক্রম কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোয় এড. পারভেজ আকন বিপ্লবের প্রশংসা করেছিল নগরবাসী ।
বিপ্লব ভাই বলতো লকডাউনের কারনে অনেকের অনেকেই সমস্যায় রয়েছে । এমন অবস্থায় তাদের সকলের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । সেই চিন্তা থেকেই আমি আমার ফেইজবুকে একটা পোষ্ট দেই। সেই পোষ্ট দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমি যথাসম্ভব তাদের বিভিন্ন ভাবে সাহায্য করার চেস্টা করছি । অন্যদিকে, বরিশাল জেলা লকডাউন থাকার কারনে বর্তমানে পরিবহন সংকট রয়েছে । তাই রাতের বেলায় আমি নিজেই সিএনজি চালিয়ে নেতা কর্মীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেস্টা করেছি । পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মী যারা কিছুটা স্বচ্ছল তাদের সবাইকে আহবান জানাই তারা যেন প্রত্যকের অবস্থান থেকে যেভাবে সম্ভব সে ভাবে আমাদের অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়ান।
আজ বরিশালে বিপ্লবের মত একজন মানবতার ফেওয়ালার অভাব। শূন্যতা বিরাজ করছে সর্বত্র। সবাই করোনা থেকে বাচঁতে ঘরে বসে আছে। মৃত্যু ভয় তাদের তাড়িয়ে বেড়ায়। কিন্তু পারভেজ আকন বিপ্লব মৃত্যু ভয় উপেক্ষা করে দিনরাত মানবতার সেবায় কাজ করে গেছেন।