রাজধানীর গুলিস্থানের বঙ্গবাজার এলাকার আগুন প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এতো বড় টিম কাজ করার পরও আগুন নেভাতে দেরি হওয়ার কারণ জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন।
মহাপরিচালক মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ব্রিফিংয়ে বলেন, আগুন আরো আগেই নিয়ন্ত্রণে আনা যেতো। তবে উৎসুক জনতা ও পানির সংকটের কারণে দেরি হয়েছে।
ডিজি বলেন, এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সকাল ৬টা ১০ মিনিটে। ৪৮টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন নিয়ন্ত্রণে চলে এসেছে তবে নির্বাপণ করতে আরো ১ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন ডিজি। তিনি বলেন, আগুন আর ছড়াবে না।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার, র্যাব, স্চ্ছোসেবক, দোকান মালিক-কর্মচারী ও স্থানীরা।
বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।