নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুরে রাস্তা পারাপারের সময় বরিশালগামী সাকুরা পরিবহনের ধাক্কায় মো. দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দু’পাশে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইসলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর থানা পুলিশ জানায়, সকালে উপজেলার মাদারসি গ্রামের ছাবেদ আলী খানের ছেলে মো. দুলাল খান রাস্তা পার হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মেজর এম এ জলিল সেতুর দুই প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ বলেন, বিষয়টি সমাধানের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।