উজিরপুরে এক গর্ভবতী গৃহবধূকে খালে চুবিয়ে হত্যার চেষ্টা
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
উজিরপুর থানার কেশবকাঠি গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই ও ভাইয়ের বউয়ের হামলায় বড় ভাই ও ভাবি গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন কেশবকাঠী গ্রামের মৃত রুস্তম আলী হাওলাদার এর ছেলে আব্দুল হাই (৩৫) ও তার স্ত্রী রানী বেগম (৩০)। আহত সূত্রে জানাজায় কেশব কাঠি গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছোট ছেলে রোমানের ছাগল তার বড় ভাই আ: হাই হাংয়ের ফসল ও ফলের গাছ খেয়ে নস্ট করে। পরে আ: হাই বরিবার সকাল ৮ টায় তার ছোট ভাইর কাছে ছাগলে গাছ খাইছে নালিশ জানালে ছোট ভাই রুমান হাং ও তার স্ত্রী বিলকিস বেগম ক্ষিপ্ত হয় পূর্বশত্রুতার জেরে বড় ভাইর স্ত্রী রানী বেগম কে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের খানে ফেলে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় বড় ভাই আ:হাই ছাড়াতে গেলে তাকেও পিটিয়ে জখম করে। পরবর্তীতে রোমান ও তার স্ত্রী বিলকিস নিজেদের দোষ এরাতে ও মিথ্যে মামলা দেয়ার জন্য উজিরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। এদিকে গুরুতর আহত আব্দুল হাই হাওলাদার ও তার স্ত্রী রানী বেগম মুমূর্ষ অবস্থায় শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্র আরো জানায় প্রতিপক্ষ রোমানের স্ত্রী বিলকিস বেগম বিভিন্ন সময় রানী বেগম কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। আহত আব্দুল হাইয়ের স্ত্রী রানী বেগম চার মাসের অন্তসত্যা। হামলার পর থেকে তীব্র পেটে ব্যথায় শেবাচিম হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।