উপকুলিয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে রামের কাঠি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্পটির পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক মোঃ আতিকুল হক (গ্রেড-১) আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জানে আলম, প্রকল্প পরিচালক মুজিব কেল্লা নির্মাণ ও সংস্কার প্রকল্প (যুগ্ন সচিব), উপজেলা নির্বাহি অফিসার উজিরপুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল, সহকারি প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল কাফী, এবং সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার।
আগামী ২৩/০৫/২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামের কাঠি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র টি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।
এদিকে এ ব্যপারে স্থানিয় সাংসদ মো: শাহেআলম তালুকদার জানান, উক্ত প্রকল্পটির কারনে বিষেশ করে দুঃখের সময় অসহায় মানুষের ভীষন উপকার হবে বলে মন্তব্য করেন।