পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গৌরীপুর ইউনিয়ন বাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার আনন্দময় দিন, ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আত্নত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয়পুএ হযরত ইসমাইল আ: কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম আঃ আল্লাহর প্রতিগভীর অনুগত্য, আত্নত্যাগ অগাধ ভালবাসার যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তাহা চিরকাল অনুসরনীয়। কোরবানি ঈদের প্রকৃত শিক্ষা হলো : ভোগে নয় ত্যাগই শান্তি।
সকলের উদ্দেশ্যে বলছি , বিপুল সংখ্যক পশুর বর্জ্য নিস্কাসন না করলে তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনতে পারে। আপনাদের একটু সচেতনতার অভাবে জনস্বাস্থ্য, পরিবেশ ও আনন্দমুখর উৎসব নষ্ট হতে পারে, তাই কোরবানির পর পশুর রক্ত ও তরল বর্জ্য মাটির নীচেগর্ত করে পুতে রাখতে হবে কারণ রক্ত,নাড়ীভুঁড়ি পচে কয়েক ঘন্টারমধ্যে দূর্গন্ধ ছড়ায়। অপরের উপর ফেলে না রেখে নিজের কাজ নিজে করে, পরিবেশ বাঁচান ও নিজে বাঁচুন। ঈদের আনন্দ উপভোগ করুন।ঈদুল আজহার পবিত্র দিনটিতে সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। আবারও সবাইকে মাননীয় সাবেক সফল মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু এমপি মহোদয়ের পক্ষ থেকে পবিএ ঈদুল আজহা র শুভেচ্ছা ও অভিনন্দন।
সকলকে ঈদ মোবারক
মো: মজিবুর রহমান চৌধুরী
চেয়ারম্যান ৭নং গৌরিপুর ইউনিয়ন পরিষদ ও সহ-সভাপতি জাতীয় পার্টি জেপি , ভান্ডারিয়া উপজেলা