স্টাফ রিপোর্টার :
মা ইলিশ রক্ষা অভিযানের আট দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ৩০৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য সোয়া ছয় কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হচ্ছে না।
যদিও অভিযানের মাঝেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন মৎস্য অধিদফতর ও পুলিশের সদস্যরা। এছাড়াও জনবল ও যানবাহন সঙ্কটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশ।
এ সঙ্কটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৩৪১টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ১১২৬ বার। এসব অভিযান থেকে ২৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৩৬০টি মামলায় ৩,৯৩০০০ টাকা জরিমানা এবং ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ১,৮৫,০০০ হাজার টাকা।
মৎস্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরো জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ২৫৩টি অবতরণ কেন্দ্র, ১৯১৩টি মাছঘাট, ৩৬৪৯টি আড়ত, ২২৬৭টি বাজার পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।