বিশালাকার পাইথনটির পেট কেটে বের করা হয়েছে তার দেহ। বৃদ্ধার এই পরিণতি দেখে চরম আতঙ্কে আছে সারা গ্রামের মানুষ।
জঙ্গলে গিয়ে ২২ ফুটের বিশাল পাইথনের মুখোমুখি হন তিনি। তাকে আক্রমণ করে পাইথনটি। এত বড় পাইথনের সঙ্গে তিনি একা পেরে ওঠেননি। ফলে পাইথনটি তাকে গিলে নেয়।
জাহরা বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। উদ্ধারকারী দল নিকটবর্তী এলাকায় তার খোঁজ চালায়। ২ দিন পর তার দেহ পাওয়া যায় সাপের পেটের ভিতর থেকে।
জঙ্গলে তল্লাশি অভিযানের সময় প্রথমে বিশাল সাপটিকে দেখতে পান উদ্ধারকারীরা। তার পেটের বেশ কিছুটা অংশ অস্বাভাবিক রকম ফোলা দেখে তাদের সন্দেহ হয়। নিখোঁজ নারীকে পাওয়া যেতে পারে ভেবে সাপের পেট কেটে ফেলা হয়। দেখা যায়, সেখানেই রয়েছে জাহরার নিথর দেহ।
তার শরীরের একাধিক অংশে ক্ষত ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি প্রথমে তাকে ছোবল দেয়। তার পর নিজের দেহ সংকুচিত করে তাকে ক্রমশ পিষে ফেলে। এক সময় তাকে গিলে নেয় ২২ ফুটের সেই পাইথন।
আর তা করতে সময় লেগেছিল প্রায় ২ ঘণ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এই ২ ঘণ্টা তুমুল যন্ত্রণায় ছটফট করেছেন জাহরা।