আসন্ন ঈদ-ঊল আযহায় ঘরমূখী মানুষের নিরাপত্তার জন্য গৌরনদী হাইওয়ে থানা কঠোর অবস্থানে
প্রকাশ: ৬ জুলাই, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বিএম বেলাল, গৌরনদী :
আসন্ন ঈদ-ঊল আয্হা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তার জন্য গৌরনদী হাইওয়ে থানা ও মডেল থানার পুলিশ মহাসড়কের টহল জোরদারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
বহুল আলোচিত পদ্মা বহুমূখী সেতু উদ্বোধনের পরবর্তিতে যান চলাচল বেড়ে যাওয়ায়, যানজট নিরসনের নির্ঘুম দায়িত্ব পালন-সহ মহাসড়কে চুরি ছিনতাই ও ডাকাতী রোধে গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী মডেল থানার যৌথ্য উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানান গৌরনদী মডেল থানার ওসি মো.আফজাল হোসেন ও গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন (পি পি এম)।
গৌরনদী মডেল থানার ওসি জানান বরিশাল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এক দল পুলিশ বাহিনীর সমন্বয়ে গৌরনদী উপজেলার ভূরঘটা, গৌরনদী ও বাটাজোড় সহ রাত দিন মহাসড়কে বিভিন্ন স্থানে ক্যাম্প বসিয়ে ঝটিকা অভিজানের মাধ্যমে ঈদ-ঊল আযহা পালনে ঘরমুখী মানুষের নিরাপত্যার নিশ্চিত করনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কুরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার পশু ক্রয়, বিক্রয়য়ে সর্বচ্চ নিরাপত্তা নিশ্চিত করনে গৌরনদী মডেল থানার টিম কাজ করবে বলে জানান।
এ ব্যপারে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন (পি পি এম) জানান, সড়কে বাস ট্রাক মাইক্রো বাস-সহ দূরপাল্লার সকল ধরনের যানবাহনকে দূরঘটনার হাত থেকে রেহাই পেতে হাইওয়ে থানার সকল সদস্য নিজ নিজ দায়ীত্বে অঁটল থাকবে বলে জানান, তিনি আরও জানান পদ্মা বহুমূখী সেতু উদ্বোধন পরবর্তিতে ভূরঘাটা থেকে শিকারপুর দোয়ারিকার নতুনহাট স্থান পর্যন্ত বিচ্ছিন্য দুএকটি ঘঁনা ছারা অনাকাঙ্খিত বিশাল কোনও দূর্ঘটনা ঘটেনি। মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার বন্ধের ও হেলমেট বিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে জোরালো ভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন ড্রাইভার কাউকেই ছাড় দিচ্ছেন গৌরনদী হাইওয়ে থানা।