স্টাফ করেসপন্ডেন্ট: অসুস্থবোধ করায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের সিএসসিআর হাসপাতালে আল্লামা শফীকে ভর্তি করানো হয়। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, আল্লামা শফীর শারীরিক বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যের অবস্থাও উন্নতির দিকে।
হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলূম মুঈনুল ইসলামের মহাপরিচালক শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।