আরো এক অসহায় পরিবারের পাশে বানারীপাড়া ব্লাড ব্যাংক
প্রকাশ: ২০ জুলাই, ২০২২, ৭:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ-
বরিশালের বানারীপাড়ার অসহায় প্রতিবন্ধী ইস্রাফিলের পরিবারের পাশে বানারীপাড়া ব্লাড ব্যাংক।
বানারীপাড়া ব্লাড ব্যাংক মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। রক্ত দানের পাশাপাশি অসুস্থ লোকের চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারের পাশে সবসময় রয়েছে এই সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় বানারীপাড়ার কুন্দিহার নিবাসী দুলাল বেপারী ছেলে ইস্রাফিল বানারীপাড়া ব্লাড ব্যাংকের পরিচালক মাইদুল ইসলাম রনি বরাবর সাহায্যের জন্য একটি আবেদন পাঠায়। আবেদনে ইস্রাফিল জানান, তার গ্যাংগ্রিন( পঁচন) রোগে আক্রান্ত হয়ে পা সম্পূর্ণ অচল হয়ে গেছে। ১ বছর পর্যন্ত বিভিন্ন স্থানে চিকিৎসা করে নিঃস্ব হয়ে পরেছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার মত সম্বল নেই। ৭ জনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলাম আমি। বর্তমানে দুই বেলা কখন এক বেলা খেয়ে বেঁচে আছি।
উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বানারীপাড়া ব্লাড ব্যাংক অসহায় ইস্রাফিলের পাশে দাড়ায়। এরকম মানবসেবার পাশে থাকায় বানারীপাড়া ব্রাড ব্যাংক প্রশংসায় ভাসছেন।
প্রতিষ্ঠানটির পরিচালক মাইদুল ইসলাম রনি জানান, মানুষ মানুষের জন্য। জীবনে মানুষের জন্য কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমাদের মানবিক সদস্যদের কারনেই আমরা এত দুর পর্যন্ত আসতে পেরেছি। সকলের সহোযোগিতায় আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি থাকব।