এস এম নাসির মাহমুদ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রতি সবসময়’ আমতলীতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক সচেতনতা মূলক মহরা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি), এনএসএস, ওয়ার্ল্ড ভিশন এপি আমতলী, এ্যাডুকো ও এফএইচ এ কর্মসূচী পালনে সহযোগিতা করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে আমতলী পরিষদের মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক ফায়ার সাভিসের আয়োজনে এক সচেতনতা মূলক মহরা অনুষ্ঠিত হয়। মহরা শেষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন, মহিলা বিষক কর্মকর্তা রুপ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক এমসাঈদ খোকন, আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক এস এম নাসির মাহমুদ,সাবেক উপজেলা সিপিবি টিম লিডার মো. রুস্তুম আলী ডিলার, উপজেলা সহকারী টিমলিডার মো. নিজাম উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক মো. আনোয়ারুল কবির।