আমতলীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ট্রেনিং সেন্টার কেন্দ্র অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ জুলাই, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
আমতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে এই প্রথম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ট্রেনিং সেন্টারের কেন্দ্র অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০.৩০ টায় বরগুনা জেলার আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়নের
৫নং ওয়ার্ডে ডিজিটাল টেকনোলজি কম্পিউটার ট্রেনিং সেন্টার ২১ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ডিজিটাল টেকনোলজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা কম্পিউটার সম্পর্কে ভালো কিছু শিখতে পেরেছি যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হবে।
ডিজিটাল টেকনোলজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আল ইমরান বলেন, বর্তমানে চাকরির জন্য বিভিন্ন মহলের কম্পিউটার কোর্স ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না তাই আমরা বেকারত্ব দূর করতে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেছি এবং বর্তমানে আমরাই প্রথম আমতলীতে কেন্দ্র করতে পেরে আমি আনন্দিত।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমরা ইতিপূর্বে দেখেছি পরিক্ষার সেন্টারের জন্য বরগুনা পটুয়াখালী ছাত্র-ছাত্রীদের দিয়ে যেতো হত কিন্তু আমরা এই প্রথম আমতলীতে পরিক্ষার কেন্দ্র স্থাপন করতে পারে আনন্দিত।