মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অসহায়, কর্মহীন দিনমজুরের পাশে দাঁড়িয়েছেন পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) রজত দেব। নিজের বেতনের টাকায় তিনি ৬৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এ কাজে তাকে সহযোগীতা করছেন তার ছোট ভাই ব্যবসায়ী রনি দেব।
করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইন ও লকডাউনে থাকা প্রেমনগর, রাজখলা ও ক্ষেমসহস্র গ্রামের ৬৫টি পরিবারকে পারিবারিক তহবিল থেকে রোববার (২৬ এপ্রিল) নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন তারা।
দুঃসময়ে উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী ওই পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকার অন্যান্য বাসিন্দারাও তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল- ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আটা, এক কেজি লবণ ও একটি করে সাবান।
পুলিশের সহকারি উপপরিদর্শক রজত দেব বলেন, ‘আমি সরকারি চাকরি করি। মাস শেষে বেতন পাই। আমাদের পারিবারিক ব্যবসাও আছে। তাই আমাদের দুইবেলা খেতে সমস্যা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে আমার এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তারা ঠিকমত খেতে পারছেন না। তাই এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘যদি সামর্থ্য থাকতো তবে আরও অনেককে সাহায্য করতাম। ভবিষ্যতেও এসব মানুষের পাশে থাকার আশা আছে।’
রনি দেব বলেন, ‘যাদের সাহায্য করার মতো সামর্থ্য আছে তারা প্রত্যকেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। যারা আজ অসহায় তারা আমাদেরই প্রতিবেশী, বন্ধু আত্মীয়স্বজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’