সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



অরক্ষিত ঢাকার আকাশ লেজার আতঙ্কে পাইলট, বিমান চলাচলে হুমকি
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ১:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অরক্ষিত ঢাকার আকাশ লেজার আতঙ্কে পাইলট, বিমান চলাচলে হুমকি

*শাহজালালের আশপাশের ২১টি এলাকা থেকে লেজার রশ্মি নিক্ষেপের ঘটনা বেশি *
দ্রুত ব্যবস্থা নিতে বেবিচক চেয়ারম্যানকে মন্ত্রণালয়ের চিঠি

 মুজিব মাসুদ :

দেশের বিমানবন্দরসংলগ্ন আকাশে লেজার রশ্মি আতঙ্কে ভুগছেন পাইলটরা। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বিদেশি পাইলটরা। উদ্বেগের এই বিষয়টি তারা ইতোমধ্যে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশনকে (আইকাও) জানিয়েছেন। আইকাও থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তারা অবিলম্বে এই ভয়ংকর লেজার রশ্মি নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আইকাও’র আগামী অধিবেশনেও এই বিষয়টি বিশেষ এজেন্ডায় রাখা হয়েছে। 
পাইলটরা বলছেন, উড়োজাহাজের ককপিট লক্ষ্য করে লেজার রশ্মি নিক্ষেপের ঘটনা ভয়ংকর রূপ নিয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে ঢাকার আকাশে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আকাশপথে বিপজ্জনক এই লেজার রশ্মি এখন বিমান চলাচলে হুমকি হয়ে দাঁড়িয়েছে। 
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, লেজার নিক্ষেপের এমন ঘটনায় অরক্ষিত হয়ে পড়েছে ঢাকার আকাশ। অভিযোগ আছে, খোদ ট্রাফিক পুলিশেরও কোনো কোনো কর্মকর্তা এ ভয়ংকর কাজটি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেবিচকের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানানো হয়েছে। মানুষকে সচেতন করতে মোবাইল ফোনে গণ মেসেজ পাঠানো হচ্ছে। একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ২১টি স্থানে বিশেষ মনিটরিং করছে র‌্যাবসহ একাধিক গোয়েন্দা সংস্থা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
এই অবস্থায় মঙ্গলবার বেবিচক চেয়ারম্যানের কাছে ফের চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত চিঠিতে অবিলম্বে এ লেজার রশ্মি নিক্ষেপ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রাতে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় উড়োজাহাজ লক্ষ্য করে লেজার লাইট নিক্ষেপের কারণে পাইলটের মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বিদেশি পাইলটরা বাংলাদেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নিরুৎসাহিত হতে পারেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিমানবন্দরগুলোর গ্রহণযোগ্যতা হ্রাস পেতে পারে। এতে প্রবাসীদের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ অনুযায়ী, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে বিমান পরিচালনায় অসুবিধা সৃষ্টি করলে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা পাঁচ কোটি টাকা জরিমানা হতে পারে। কিন্তু অভিযোগ আছে, প্রকাশ্যে হরহামেশা এ ধরনের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কারও কিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 
বিষয়টি নিয়ে সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়কেও অবহিত করা হয়েছে। এরপর সাধারণ মানুষকে সচেতন করতে গণ মেসেজ পাঠানো হয়। উড্ডয়নরত বিমানের দিকে লেজার নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে সরকারের তরফ থেকে। 
বেবিচক’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যুগান্তরকে বলেন, ‘লেজার লাইট নিক্ষেপের বিষয়ে সচেতনতা বাড়াতে আমরা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। এসএমএস পাঠানো, টিভি স্ক্রল দেওয়া, মতবিনিময় সভাসহ আমরা পুলিশকেও বিশেষভাবে এদিকে নজর রাখার অনুরোধ করেছি। যেসব এলাকায় আমাদের বিমানবন্দরগুলো আছে, সেখানে সংশ্লিষ্ট থানাকেও আমরা পদক্ষেপ নিতে বলেছি। উড়োজাহাজে কেউ লেজার নিক্ষেপ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 
বিমানসহ কয়েকটি এয়ারলাইন্সের পাইলটরা বলেছেন, ঢাকায় রাতের আকাশে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের সময় প্রতিনিয়ত এলোমেলো লেজার রশ্মির কবলে পড়ছেন তারা। ফ্লাইট অবতরণের সময় প্রতিটি সেকেন্ড কাউন্ট করা হয়। এদিক-ওদিক হলে বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা থাকে। লেজারের নীল আলো মাঝে মাঝে তাদের চোখে এসে পড়ে। তখন কিছু সময়ের জন্য তারা কিছুই দেখতে পান না। এটি যে কোনো ফ্লাইটকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিতে পারে। 
বিমানের সাবেক এমডি ও পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন নাসের আহমেদ বলেন, প্রতিটি বিমানবন্দরে অবতরণের সময় পাইলটকে নানা চার্ট ফলো করতে হয়। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে হয়। ওই সময় লেজার নিক্ষেপ করলে মনোযোগে ব্যাঘাত ঘটে। আবার চার্ট ও ইনস্ট্রুমেন্ট দেখতে সমস্যা হয়। চোখে ধাঁধাঁ লাগে। চোখে দেখা যায় না। যা একটি উড়োজাহাজকে রানওয়ের বাইরেও নিয়ে যেতে পারে।
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের ২১টি এলাকা থেকে এই লেজার রশ্মি নিক্ষেপের ঘটনা বেশি ঘটছে। এরমধ্যে কুড়িল, নর্দা, খিলক্ষেত, উত্তরা, আশকোনা ও এই এলাকার কয়েকটি ট্রাফিক মোড় অন্যতম। 
বিমানের সাবেক পর্ষদ সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, উড্ডয়নরত উড়োজাহাজে লেজার রশ্মি নিক্ষেপকে বিশ্বে ‘আক্রমণাত্মক অস্ত্র’ হিসাবে গণ্য করা হয়। কারণ উড়োজাহাজ ওঠানামার সময় এই রশ্মি পাইলটের চোখে ধাঁধা লাগিয়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে।
জানা গেছে, লেজার হচ্ছে ‘লাইট অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অব রেডিয়েশন’, যার সংক্ষিপ্ত রূপ লেজার। এটি এক ধরনের আলোক রশ্মি। বিশেষ উদ্দীপনায় বিকিরণ ঘটিয়ে সাধারণ আলোর ক্ষমতা ও শক্তি বহুগুণ বাড়িয়ে তৈরি করা হয় লেজার। 
এখন ঢাকায় রাতের বেলায় ট্রাফিক পুলিশের সদস্যদের হাতে হাতে দেখা যায় লেজার লাইট। এই লাইট ছুড়ে তারা যানবাহনকে সংকেত দেন। পুলিশ বিভাগ এরই মধ্যে এই লাইট ব্যবহার আইনসম্মত নয় বলে স্বীকার করেছে। এরপরও পুলিশের অনেক সদস্য লেজার লাইট ব্যবহার করে চলছেন। তাদের ব্যবহার করা লেজার লাইটের রশ্মিও অসাবধানতাবশত পাইলটের চোখে গিয়ে পড়ছে বলে অভিযোগ আছে।
এছাড়া বিমানবন্দরের আশপাশের বাসিন্দাদের অনেকে মজা করে খেলার ছলে রাতের আকাশে উড়োজাহাজের দিকে লেজার রশ্মি নিক্ষেপ করেন। পাইলটরা বলছেন, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সৈয়দপুরসহ কয়েকটি বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে বিমান অবতরণের সময় প্রায়ই লেজার লাইট মারা হয়। 
ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শামস বলেন, ‘আমরা ঢাকায় অবতরণের সময় উড়োজাহাজের ককপিটের দিকে উচ্চক্ষমতার সবুজ লেজার লাইট নিক্ষেপের ঘটনা দেখি। লেজার লাইট লাল, নীলসহ নানা রঙের হয়ে থাকে। তবে আমরা সবুজ লাইট নিয়ে বেশি বিপাকে। এই রং চোখে লাগলে ঝিলিক দিয়ে ওঠে। এগুলো চোখের দৃষ্টি সাময়িকভাবে অকার্যকর করে ফেলে।’ 
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘উড়োজাহাজ ওঠানামার সময় আশপাশের এলাকায় লেজার রশ্মি নিক্ষেপ খুবই বিপজ্জনক। এ সময় পাইলটের দৃষ্টি বাধাগ্রস্ত হলে বিমান দুর্ঘটনায় পড়তে পারে। এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রে তাৎক্ষণিক গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়। আমরা প্রতি মাসে এয়ারপোর্ট অপারেশনস সভায় বিষয়টি বলে যাচ্ছি। কিন্তু উন্নতি দেখা যাচ্ছে না।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া