অভিযোগের পর বিসিসি মেয়রের কাছ থেকে তাৎক্ষণিক সেবা পেয়ে খুশি শাকিল
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০১৯, ১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি করপোরেশ ২১ নং ওয়ার্ডের বাসিন্দা শোহেব শাকিল গত ২ মাস আগে ক্রয়কিত বাড়ি ২২ নং ওয়ার্ডের নবগ্রাম রোড ললিদাসের দোকান এলাকায় হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য সিটি করপোরেশনের হোল্ডিং শাখায় আবেদন করেন।
কিন্তু দীর্ঘ ২ মাস পর্যন্ত হোল্ডিং শাখার দায়িত্ব রত কর্মকর্তা অলিউর রহমান বিভিন্ন ভাবে সেবা দেওয়ার নামে হয়রানি করে আসছেন। অফিসে গেলে তাকে নিয়মিত পাওয়া যেতো না, ফোন দিলে নানা অজুহাত দেখাতেন। তার নামে পূর্বে নাগরিক সেবা নামে নানা হয়রানির অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শোহেব শাকিল সিটি মেয়ের বরাবর ২৯ তারিখ দুপুর ১২ টার দিকে অভিযোগ করেন। বিসিসি মেয়র সেরেনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাৎক্ষণিক ভাবে ঢেকে সমস্যা সমাধান করে দেন।
সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগী শোহেব শাকিল। মেয়েরের আন্তরিকতা এবং উদার মানসিকতার জন্য ভূয়সী প্রশংসা করেন। সত্যিকারে একজন যোগ্য নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এই ঘটনার কেন্দ্র করে বিসিসি মেয়র বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে “অভিযোগ বাক্স ” বসানোর কথ বলেন। যাতে সাধারণ মানুষ তাদের সকল অভিযোগ মেয়র বরাবর প্রদান করতে পারেন।