নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের মেইন রোডের মুক্তিযোদ্ধা পোল থেকে সিপাই বাড়ি রাস্তা মাটি মেরামত ও সিসি করনের কাজের উদ্বোধন হওয়ায় গ্রামে মিষ্টি বিতরণ। জানাগেছে, স্বাধীনতার ৫০ বছর পার হলেও গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্করণ না হওয়ায় ভোগান্তির চরম পর্যায়ে ছিলো গ্রাম বাসী। রাস্তাটি দিয়ে স্কুলে যাতায়াত করা সহ শহর মূখী হওয়া ছিলো গ্রাম বাসীর কাছে নিত্য দিনের চিরচেনা দূর্ভোগের। এমন দূর্ভোগের চিত্র মোবাইল ফোনে ধারন করে তা ফেইসবুকে পোস্ট করে এক সচেতন নাগরিক। জনগনের এই দূর্ভোগের চিত্র প্রকাশ পেলে তা বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির নজরে আসলে তিনি তাৎকালিক সরেজমিনে গিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের দিয়ে বাস্তব চিত্র দেখে এবং স্থানীয় এলাকাবাসীর দাবী রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন৷ এরপর আজ ১৪ জানুয়ারি শনিবার সকালে বরিশাল সদর দূর্যোগ ব্যাবস্থাপননা অধিদপ্তরের বাস্তবায়নে বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের মেইন রোডের মুক্তিযোদ্ধা পোল থেকে সিপাই বাড়ি রাস্তা মাটি মেরামত ও সিসি করনের কাজের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র নির্দেশনায় তার পক্ষে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এসময় উপস্থিত উৎসুক জনতা পানিসম্পদ প্রতিমন্ত্রী’র নামে জয়ের ধ্বনি দিয়ে স্লোগানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে স্থানীয় গ্রামবাসীদের প্রানের দাবী পূরোন হওয়ায় তাদের উদ্যোগে মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃমজিবর রহমান,৭ নং চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃসুলতান খান,স্থানীয় সমাজ সেবক মোঃমজিবুর রহমান, চরকাউয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম খান, বরিশাল সদর উপজেলা আওয়ামী যুবলীগ এর সদস্য মোঃসুমন হাওলাদার, ৭ নং চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রামবাসীরা।এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর মুঠো ফোনে ভিডিও কলের মাধ্যমে গ্রামবাসীর সাথে কথা বলেন এবং তাদের কাজের মান সম্মত টেকসই উন্নয়নের জন্য তদারকির জন্য বলেন। এছাড়া ঠিকাদারকে কঠিন ভাবে হুশিয়ারি দিয়ে কাজের মান ঠিক রাখার জন্য।