অবশেষে বুলবুল’র কবলে পড়া নিখোঁজ গলাচিপার ১২ জেলের সন্ধান পেলো পরিবার
প্রকাশ: ১১ নভেম্বর, ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে গলাচিপার নিখোঁজ ১২ জেলের সন্ধান পেয়েছেন পরিবার। এসব জেলেরা ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের মধ্যে আটকে ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তবে কারো প্রাণহানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম দেলোয়ার হোসাইন।
জানাগেছে, উদ্ধার হওয়া জেলেরা হলেন, গলাচিপা পক্ষিয়া গ্রামের ট্রলারের মালিক ও মাঝি মো. রিপন খলিফা, ভাগ্নে তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।
উদ্ধার হওয়া জেলে রিপন খলিফার চাচাতো ভাই মোশারেফ প্যাদা বলেন, আমার ভাইসহ যে জেলেরা ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে নিখোঁজ ছিল-আজ সোমবার সকালে মোবাইলে ্আমরা নিশ্চিত হয়েছি তারা বেঁচে আছে। সবাই সুন্দরবনের মধ্যে ঝড়ে আটকা পড়েছিল। মঙ্গলবার তারা গলাচিপা আসতে পারবে।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজ জেলেদের পরিবার তাদের স্বজন পাওয়ার খবর নিশ্চিত করেছেন। তাদেরকে গলাচিপা ফিরিয়ে আনার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।
উল্লেখ্য, ইলিশ মাছ শিকারের জন্য গভীর বঙ্গোপ সাগরে গিয়ে গলাচিপার ১২জন জেলে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে ঘূর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। ঝড়ের দিন শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত মোবাইলে নিখোঁজ জেলেরা পরিবারের সাথে যোগাযোগ করলেও পরে আর কোন মোবাইলে যোগাযোগ বা কথা হয়নি। এর পর থেকেই নিখোঁজ জেলেদের পরিবারগুলোর মধ্যে অজানা শঙ্কা দেখা দেয়। তারা খুঁজতে থাকে স্বজনদের।