বরিশাল খবর অনলাইন নিউজ :ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার নামের মধ্যেই লেখা আছে স্বাধীনতার গল্প। ট্রেন্ডের বাইরে হাঁটাই অভ্যাস তার বরাবরই। নিয়ম, বাঁধা, আবহাওয়া কিংবা ঋতু-কিছুই তাকে থামাতে পারে না। শীত এলেই যখন শহর ঢেকে যায় চাঁদর, জ্যাকেট আর সোয়েটারে, তখন পরীমনি বেছে নিলেন রোদেলা সমুদ্র আর নীল আকাশের ঠিকানা।
বর্তমানে অবকাশ যাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি।সেখানে গিয়ে সৈকতের সামনে নীল আকাশের নিচে গ্ল্যামার ছড়িয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ক্যাপশন ছোট, কিন্তু বার্তা একদম পরিষ্কার-‘শীত নাই’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যা ভক্তদের নজর কেড়েছে মুহূর্তেই।
জানা গেছে, সম্প্রতি একটি জুয়েলারি শপের উদ্বোধনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এসব ছবি। ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে বসে আছেন তিনি। ছোট প্যান্ট, স্লিভলেস টপস আর চোখে স্টাইলিশ রোদচশমা—সব মিলিয়ে পরীমনি মানেই পারফেক্ট ‘বিচ লুক’।
সমুদ্রপাড়ে পরীমনির এই অবতার মুহূর্তেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কমেন্ট বক্সে যেন প্রশংসার ঢল। মাত্র ৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৬ হাজার ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘তুমি সবসময়ই অনন্যা।’ আরেকজনের মন্তব্য, ‘বাংলাদেশে শীত থাকলেও পরিকে দেখার পর আর শীত লাগছে না।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘পরীদের নাকি শীত লাগে না!’
এদিকে হঠাৎ করে পরীমনির ফিটনেসে চোখে পড়ার মতো পরিবর্তন দেখে অবাক হয়েছেন অনেক ভক্তরা। তারা প্রশ্ন করছেন, হঠাৎ এতো পরিবর্তন, শুকাইলা কীভাবে?
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত