প্রিন্ট এর তারিখঃ Jan 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

বরিশাল খবর অনলাইন নিউজ : প্রায় দুই বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সজল।
অপু বিশ্বাস জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই সিনেমায় দর্শক তাকে একেবারে ভিন্ন ও নতুন রূপে দেখতে পাবেন বলে জানান তিনি।
সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাস বলেন, এতে অনেক চমক রয়েছে এবং দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। তার ভাষায়, এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।
প্রথমবার একসঙ্গে কাজ করা সহশিল্পী সজলকে নিয়ে প্রশংসা করতেও ভোলেননি অপু। তিনি বলেন, সজল ভীষণ বিনয়ী ও অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয়ের তিনি নিজেও বড় ভক্ত। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ উল্লেখ করে অপু বিশ্বাস আশা প্রকাশ করেন, দর্শক তাদের রসায়ন পছন্দ করবেন। এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষাতেই তিনি এই বিরতি নিয়েছিলেন। দেরি হলেও এতে তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত