
বরিশাল অফিস : বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলীর বিপুল সম্পদের তথ্য নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আল আমিন। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে মাত্র ২২ হাজার টাকা মূল বেতন পেলেও তিনি বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা ভবনের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছরের চাকরিজীবনে আল আমিনের নামে এবং নামে-বেনামে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার বহুতল ভবনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এছাড়া তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগকারীদের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়নি।
এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত