বরিশাল খবর অনলাইন নিউজ :
ইনসাফ প্রতিষ্ঠা ও জুলাই পরবর্তী বাংলাদেশের স্বপ্ন
বাস্তবায়নের দাবি নিয়ে শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত
সম্পন্নের আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর
ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি জানান তিনি।
ফেসবুকে মীর স্নিগ্ধ লিখেছেন, গদিতে বসে বা এসি রুমে বসে রাজনীতির দাবা
খেলে জনগণকে ভুলিয়ে রাখার সময় শেষ। এই গদি, এই মসনদ শহীদের হাড় আর রক্ত
দিয়ে কেনা, এটা কোনো রাজা-বাদশার দান নয়, জনগণের আমানত।
বলেন, শরীফ ওসমান হাদি কোনো মন্ত্রী হতে চাননি, কোনো লুটপাটের
অংশীদারও ছিলেন না। তিনি শুধু সত্য কথা বলতে চেয়েছিলেন, মেরুদণ্ড সোজা করে
দাঁড়াতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ২৪ জুলাইয়ের ইনসাফের স্বপ্ন যেন
বেঈমানদের পকেটে না ঢুকে যায়। আর সেই কারণেই তাকে পথের কাঁটা ভেবে সরিয়ে
দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মীর স্নিগ্ধের মতে, এই হত্যার দায় শুধু কোনো একটি রাজনৈতিক দলের নয়; দায়
প্রশাসনের, সরকারের এবং জুলাই পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত নিরাপদ বাংলাদেশ গড়ার
অঙ্গীকারে যারা কঠোর হতে পারেনি, তাদের সবার। তিনি বলেন, জনগণ এখন আর
ঘুমিয়ে নেই। যে জাতি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতেও ভয় পায় না, তাদের
দাবিয়ে রাখা অসম্ভব।
তিনি আরও বলেন, যারা হাদির বুকে গুলি চালিয়েছে তারা কোনো দলের বন্ধু নয়, তারা দেশের শত্রু, ইনসাফের শত্রু।