
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ হয়েছে। মিছিলে মিছিলে উত্তাল ছিল সারাদেশ। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন , খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসসহ জুলাইয়ের পক্ষের বিভিন্ন সংগঠন একাত্ম হয়ে এই বিক্ষোভে অংশ নেয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত
গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ
মহানগর শাখার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। এ
সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা
ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানান। অপরদিকে ওসমান হাদির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী
বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে শহরের শোক মিছিল বের হয়। এ
সময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ
ওসমান বিন হাদির মৃত্যুতে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদমিনার থেকে এ মিছিল শুরু
হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম ছিল দুইদিন যাবৎ উত্তাল। সর্বশেষ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো প্রতীকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত