প্রিন্ট এর তারিখঃ Dec 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
শরিফ ওসমান হাদির জন্য মসজিদে মসজিদে দোয়া

বরিশাল খবর অনলাইন নিউজ :
সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের
আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার
নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলোতে মোনাজাতে
বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদির আত্মার
মাগফিরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সঙ্গে আল্লাহ যাতে তার শোকসন্তুপ্ত
পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন- মোনাজাতে সেই দোয়া করা হয়। রাজধানীর
মাতুয়াইল দক্ষিণপাড়া চাঁনবানু (বাইতুল আমান) জামে মসজিদের ইমাম আজিজুর
রহমান কাসেমী জুমার নামাজ শেষে মোনাজাতে বলেন, আল্লাহ যাতে ওসমান হাদির
স্ত্রী, পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দেন।
১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য
প্রার্থী শরিফ ওসমান হাদি। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সারাদেশে বিশেষ দোয়া ও
প্রার্থনা আয়োজনের অনুরোধ জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে বলা হয়- ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা
শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব
মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে
প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে
শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে
মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য
অনুরোধ করা হলো।’
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ
ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের এ
বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত