প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
হিজলা বিএনপি নেতা আব্দুল গাফফার তালুকদার আর নেই

বরিশাল খবর অনলাইন নিউজ : হিজলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার
ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ৩ দিন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শনিবার ভোরে রাজধানীর আলী আজগর হাসপাতালে
চিরবিদায় নিয়েছেন এই রাজনীতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির
সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু বিএনপি’র
নিবার্হী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের
সাধারণ সম্পাদক রাজিব আহসান,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা
দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল,উত্তর জেলা বিএনপির
সদস্য এডভোকেট হেলাল, কেন্দ্রীয় যুবদল নেতা দেওয়ান অলিউদ্দিন সুমন,হিজলা
উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম
আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে গভীর শোক প্রকাশ
করা হয়েছে। মৃত্যুকালে গাফফার তালুকদার এর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,
তিন ছেলে, এক মেয়ে, জামাতাসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও
গুণগ্রাহী রেখে গেছেন। আলী আজগর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হিজলা উপজেলা
বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার কে শনিবার ভোর ৪
চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর অসুস্থতা অনুভব করলে তাকে ঢাকাতে আলী আজগর হাসপাতালে ভর্তি
করানো হয়। সেখানে কিডনিতে অপারেশন করে পাথর অপসারণ করা হয়। পরে অবস্থার
অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই না ফেরার দেশে পাড়ি জমান
এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
এদিকে গাফফার তালুকদার এর মৃত্যুতে হিজলায় রাজনীতিসহ সব মহলেই শোকের ছায়া
নেমে আসে। সকালে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা তার প্রতি
শ্রদ্ধা জানাতে আলী আজগর হাসপাতালে ছুটে যান। এ সময় হিজলা উপজেলার
বিপুলসংখ্যক নেতাকর্মী ও তার ভক্ত-অনুরাগীরাও সেখানে উপস্থিত হন। তারা
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাগরিব বাদ সংহতি পাইলট বিদ্যালয় মাঠে আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার এর
জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক
সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বিএনপি’র নিবার্হী
কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ
সম্পাদক রাজিব আহসান,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান
মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উত্তর জেলা বিএনপির সদস্য
এডভোকেট হেলাল, কেন্দ্রীয় যুবদল নেতা দেওয়ান অলিউদ্দিন সুমন,হিজলা উপজেলা
বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন সহ বিভিন্ন
রাজনৈতিক দলের নেতাকর্মীর, বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। জানাজার আগে
গাফফার তালুকদার এর রাজনৈতিক জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন। তার ছেলে
তানভীর তালুকদার তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার,
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত