প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেন ৩ জন

উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় জালিয়াতি করতে যাওয়া ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে পরীক্ষায় ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন ২ জন, অন্য এক পরীক্ষার্থী প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। সবাইকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রক্সি পরীক্ষার্থীদের নিয়ে বলা হয়েছে, ‘আজ (৬ অক্টোবর ২০২৫) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় দুজন প্রক্সি (চাকরিপ্রার্থীর পরীক্ষা দেন আরেকজন) পরীক্ষার্থীকে আটক করা হয়।’
‘ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান, যার রেজিস্ট্রেশন নম্বর-০০২১৮৮, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন সিদ্ধান্ত সরকার, জেলা বগুড়া। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রকৃত পরীক্ষার্থী নৃপেন বিশ্বাস, যার রেজিস্ট্রেশন নম্বর ০০৩০২০, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন দিপংকর বালা, জেলা গোপালগঞ্জ—এ দুজনকে আটক করা হয়েছে।’
প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করা পরীক্ষার্থীর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী কিশোর বাড়ৈ, রেজিস্ট্রেশন নম্বর ০০০৪৯৪, মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাঁকেও আটক করা হয়। তাদের সবার বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত