প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা ও দাফন সম্পন্ন

নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সরকারের সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার দ্বিতীয় জানাজায় অংশ নেয় শত শত মানুষ।
এর আগে সোমবার রাজধানীর আজাদ মসজিদে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানা গেছে, ২৪ জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেনসাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে ৫ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত