পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ হয়েছে। সমাবেশে অংশ নেয় হাজার হাজার কর্মী-সমর্থক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকারবিরোধী স্লোগানও দেয় তারা।
২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই, সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায়।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন তিনি। বর্তমানে কারাবন্দি ইমরানের বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত