৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। পরীক্ষায় মোট ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। বিসিএস অনেক তরুণের কাছে শুধু একটি পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্নপূরণের পথের প্রথম ধাপ। সেই স্বপ্নের প্রথম কড়ি হলো প্রিলিমিনারি পরীক্ষা, যা উত্তীর্ণ হলে পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষার যোগ্যতা অর্জন হয়।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
ক্যাডার ও নন-ক্যাডার পদসংখ্যা
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। মোট মিলিয়ে ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এবারের বিসিএসে কিছু নতুন পদও যোগ হয়েছে। যদিও পদসংখ্যা কিছুটা বেশি, তবু আবেদনকারীর সংখ্যা এবং যোগ্য প্রার্থীর প্রতিযোগিতা অত্যন্ত ঘন, তাই পরীক্ষা কঠিন হবে এটি অনেকে আগেই অনুমান করা হয়েছিল।
পিএসসি ইতোমধ্যেই ঘোষণা করেছে, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ অনুসারে, প্রতি বছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যে ফলাফল জানানো হবে। সেই ধারাবাহিকতায় এবারের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হলো।
এর আগে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল মাত্র ১৩ দিনের মধ্যে। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ৯ মে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত