প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা
ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাত করেছে, তারাই বিশেষ পদ্ধতিতে (পিআর) নির্বাচন
চাচ্ছেন। তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র
চলছে। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী শক্তি কায়েম হবে এবং
সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, যা দেশের জন্য ভয়ঙ্কর হবে।
শুক্রবার
(২৬ সেপ্টেম্বর) লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মরহুম দেলোয়ার হোসেন
খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্মশানঘাটে শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে
ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্কে
বিএনপি নেতাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, মির্জা
ফখরুলকে ফেলে রেখে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন নির্বিঘ্নে পাড়ি দিলেন, আর
বাকিরা হেনস্তার শিকার হলেন। এটা কি অবহেলা, নাকি ষড়যন্ত্র?
তিনি
বলেন, এ সরকার অন্তর্বর্তী সরকার। কিন্তু দু-একটি দল সরকারের কাছ থেকে
সুবিধা নিচ্ছে। তিনটি মন্ত্রণালয় সরকারের হাতে নেই। আমরা চুপ আছি বলে কি
এটি আমাদের দুর্বলতা?
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, পূজাকে কেন্দ্র
করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
বিএনপির প্রতিটি নেতাকর্মীকে পূজামণ্ডপ পাহারা দিতে হবে।
তিনি দলীয়
ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, এক এলাকায় একজনই প্রার্থী হবেন। সকল প্রার্থী
মিলে ধানের শীষে ভোট চাইবেন, তবেই জয় আসবে। বিভক্ত হয়ে ভোট চাইলে ভোটাররা
বিভ্রান্ত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণফোরামের নির্বাহী সভাপতি
সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর
দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল,
সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি, রবিন হোসেনসহ সনাতন
ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত