আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল আদালতের কর্মচারীদের ব্যাপক রদবদল ছাত্রদল নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার বরিশাল মহানগর ছাত্রদল নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মামলা ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘হত্যাযজ্ঞে জড়িত’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস খবরের শিরোনাম হন আহনা কুমরা কন্টেন্ট ক্রিয়েটর থেকে পাকিস্তানের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আমার কিছুই হবে না,তার পাপ হবে : জয়া যশোরে সাবেক এমপির জমি চাষ করছেন ‘বিএনপির কর্মীরা’ ইমরানের মুখে পরীমনির প্রশংসা প্রশংসায় ভাসছেন হৃদি হক রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি: মাহিয়া মাহি অভিনয় থেকে দূরে তানিয়া বৃষ্টি শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ আমি কিন্তু খুব একটা সেক্সি নই...,' সাহসী দৃশ্যে অভিনয়ের সময় ভয় করে সামান্থার! বিয়ের আগেই তুমুল অশান্তি! শাহজালাল বিমানবন্দরে আগুন: ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া চিত্রনায়িকা ববির কথিত স্বামী মির্জা আবুল বাশার’কে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ এইচএসসিতে ফেল করায় কীটনাশক খেয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী

অভিনয় থেকে দূরে তানিয়া বৃষ্টি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

জনপ্রিয়তা থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন অনেক অভিনয়শিল্পী। অভিনেতারা আবার ক্যামেরার সামনে এলেও অভিনেত্রীরা চলে যান আড়ালে। সংসার সামলে আর ফিরে আসা হয় না পর্দায়। অনেকে আবার আগেই ঘোষণা দেন, বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়। সম্প্রতি এমন এক ঘোষণা দিয়েছেন টিভি নাটকের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। এক রিয়েলিটি শো থেকে নাটকে আসা এই অভিনয়শিল্পী বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’ নাটকে এমন মুখ আছে অনেক, যাদের বিয়ের পর আর দেখা যায়নি অভিনয়ে। কেউ অভিনয় ছেড়েছেন নিজের ইচ্ছায়, কেউ ছেড়েছেন বিচ্ছেদের পর।

ইপশিতা শবনম শ্রাবন্তীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশেষ করে ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় মুখ তিনি। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে নায়িকা হওয়ার স্বপ্নটিও পূর্ণ হয় তার। সিনেমাটি দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর খোরশেদ আলমকে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান। তাদের ঘরে দুই মেয়ে রাবিয়া ও আরিশা। মেয়েদের সঙ্গে নিয়ে শ্রাবন্তী এখন আমেরিকায় বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেন। তাকে সর্বশেষ দর্শকরা দেখেছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে।

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক ভালোবাসায় সিক্ত হন শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৬ সালে ভালোবেসে সহশিল্পী হিল্লোলকে বিয়ে করেন এই অভিনেত্রী। একটা সময় তাদের ঘরে আসে মেয়ে ওয়ারিশা। কয়েক বছর পর হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর আস্তে আস্তে কাজ থেকে ছিটকে যেতে থাকেন তিনি। এখন তার দিন কাটে সাত সমুদ্র তেরো নদীর ওপারে, কানাডার মন্ট্রিয়ল শহরে। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে।

হুমায়ূন আহমেদের গল্প এবং তৌকীর আহমেদের পরিচালনায় নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে অভিষেক ঘটেছিল বিন্দুর। এ ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকের অভিনয় দিয়ে তিনি খুব সহজেই পৌঁছে যান দর্শকের অন্তরে। ২০১৪ সালে বিয়ের পরপরই বিজ্ঞাপন, অভিনয়সহ মিডিয়ার সব মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

২০১১ সালের ভিট তারকা হাসিন রওশন জাহান। অনেকে বিয়ের পরই মিডিয়া থেকে দূরে চলে গেলেও হাসিনের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি প্রেম করে বিয়ে করেন, এমনকি তার স্বামী সব সময় মিডিয়ার কাজে হাসিনকে সহযোগিতা করতেন। কিন্তু হুট করেই তিনি নিজে সিদ্ধান্ত নেন, আর মিডিয়ায় কাজ করবেন না।

বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। লন্ডনে গিয়ে মাসুদ রানা নামের এক প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। সেখানেই পেতেছেন সুখের সংসার।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT