স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর রয়েল সিটি হাসপাতালে সোনিয়া বেগমের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটিরতদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
তিন সদস্য বিশিষ্ট গঠিত কমিটিকে এক সপ্তাহের মধ্য তদন্ত প্রতিবেদন জসা দেয়ার নির্দেশ প্রদান করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা:বাসুদেব কুমার দাস। এর আগে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক আঃ জব্বার কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্য তদন্ত কার্য্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। রয়েল সিটি হাসপাতাল পরিদর্শন ,মৃত্যু রোগীর ময়না তদন্ত রিপোর্ট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাগজপত্র যাচাই বাচাইসহ পুরো ঘটনাটি আমলে নিয়ে তদন্ত করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান।
৫ মে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা:বাসুদেব কুমার দাস জানান,তদন্ত কমিটির রিপোর্ট জমা হলে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লখ্য,গত ২৭ এপ্রিল বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে রয়েল সিটি ক্লিনিকের ভুল চিকিৎসায় সোনিয়া বেগমের (২৪) নামে এক রোগী মারা যায়। সোনিয়া ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের পশ্চিম বাজিতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
এঘটনায় মৃত সোনিয়ার পিতা কালাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় সাত জনকে আসামী করে মামলা দায়ের করে ৩০ এপ্রিল।
মামলায় আসামিরা হলেন, জামাতে ইসলামীর সদস্যদের দ্বারা পরিচালিত রয়েল সিটি হাসপাতালের পরিচালক কাজী আফরোজা, তার স্বামী জামায়াতের সাবেক রোকন সদস্য ও জামায়াতপন্থী চিকিৎসক শেবাচিম হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল বারী, বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের গাইনী চিকিৎসক তানিয়া আফরোজ, তার স্বামী পটুয়াখালী সরকারি হাসপাতালের ডা. মনিরুল আহসান, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (অনারারী) ডাঃ সজিব, ছাত্র শিবির নেতা মিলন ও রয়েল সিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শিবিরের সর্বোচ্চ সদস্য শামিম কবির ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com