মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর প্রতিনিধিঃ
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২১ তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় শুরু হয়েছে দলটির ত্রি-বার্ষিক সম্মেলন। তারই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। ইতিমধ্যে উপজেলার তৃনমূলে ৫৪ টি ওয়ার্ড ও ৬ টি ইউনিয়ন সম্মেলন শেষ করেছে দলটি।
উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী এবং শিল্প মন্ত্রনালয়য়ের স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুন সহ দলটির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দলটির উপজেলা পর্যায়ে সর্বোচ্চ পদ পাওয়ার জন্য জোরে সোরে জানান দিতে দেখা গেছে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে।
আজকের এই সম্মেলনে সভাপতি পদে প্রতিদন্দ্বিতা করবেন বলে উপজেলা আ.লীগ এর সাধারন সম্পাদক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মরহুম ড. হান্নান ফিরোজের স্ত্রী ফাতিনাজ ফিরোজ এর নাম সর্বমহলে শোনা যাচ্ছে এবং সাধারন সম্পাদক পদে প্রতিদন্দ্বিতা করবেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা লীগ এর সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
তবে এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আ.লীগ এর সর্বোচ্চ পদে দলটির ত্যাগী নেতাদের প্রধান্য দিবে বলে নেতা কর্মিদের বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com