আপডেট: মার্চ ৩, ২০২১
আপডেট:
নিজস্ব প্রতিবেদকঃ
ড্রীম লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে মাদকাসক্তদের বিনামুল্যে কাউন্সিলিং এর সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুনডু ।এ সময় আরো উপস্থিত ছিলেন ড্রীম লাইফ এর চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পি এবং পরিচালক হাফিজুর রহমান বাপ্পি। কাউন্সিলিং সেবায় নিয়োজিত ছিলেন ড্রীম লাইফ এর সকল সদস্যবৃন্দ। কাউন্সিলিং সেবা নিতে অংশ নেন রোগী দের অভিবাবক, এলাকাবাসি এবং কিছু পথচারী মানুষজন। এ সময় চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পি সকল মানুষদের জন্য বিনামূল্যে কাউন্সিলিং এবং কেন্দ্র উম্মুক্ত ভিজিটের জন্য ঘোষণা দেন। এ সময় তিনি আরও বলেন মাদকাসক্ত একটি রোগ তাই ভয় বা লজ্জা না পেয়ে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান পাশাপাশি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।