আপডেট: নভেম্বর ১০, ২০২০
স্টাফ রিপোর্টার : বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েণ্ট থেকে ৯ নভেম্বর বেলা ৪ টার দিকে কুয়াকাটা থেকে আগত সিলেট গামী বেপারী পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ শহীদুল ইসলাম ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।
জব্দকৃত এসব জাটকা ইলিশ উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, এসিল্যান্ড মেহদী হাসান এবং মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা মাদ্রসা ও হত দরিদ্র মানুষে মাঝে জাটকা ইলিশ মাছ বিতরণ করা হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।