আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানাবৃষ্টি ও নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বেশ কয়েকটি সড়ক ও এলাকা। ভোগান্তিতে পড়েছেন নগরীবাসী।
বুধবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এ সময় স্থানীয় নদীবন্দরে ১ নম্বর ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।এ কারণে বরিশালে দু’দিন থেকে কখনও মুষলধারায় কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আবদুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আগামী দু’দিনও বরিশালে বৃষ্টিপাত হতে পারে।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।