আপডেট: আগস্ট ১, ২০২০
অনলাইন ডেস্কঃ
সড়কে আবারও মৃত্যুর মিছিল। সিলেটে একই পরিবারের চারজনসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেছে ১৭ জনের।
পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকা ফিরছিলো কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের পাঁচযাত্রী। তারা হলেন, স্বপন কুমার দাশ, স্ত্রী লাভলী রানী, তাদের দুই ছেলে ও চালক। ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় সুনামগঞ্জের শ্যামাচর গ্রামে যাচ্ছিলেন তারা।
গাইবান্ধায় কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। হবিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। আর একজনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।