আপডেট: জুন ১৯, ২০২০
স্টাফ রিপোর্টার : বরিশাল জেনারেল হাসপাতালের করোনা সম্মুখ সমরের যোদ্ধা ডাঃ মোঃ এমদাদুল্লাহ খান (সিনিয়র কনসালট্যান্ট, ডার্মাটোলজি) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৯ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার মৃত্যুতে বরিশালের চিকিৎসক মহল ও স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমে আসে।
ডা. এমদাদুল্লাহ খান একজন ভালো চিকিৎসক ছিলেন। ব্যক্তি জীবনেও একজন ভালো মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।