আপডেট: জানুয়ারি ২৯, ২০২০
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও বীরমুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় স্থানীয় একটি মাদ্রাসার হলরুমে আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম আব্বাস উল্লাহ সিকদারের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো.হারুন অর রশিদ খান,বিশিষ্ট ব্যবসায়ী এস.এম মহসিন,সমাজ সেবক আমির হোসেন মীর ও সাংবাদিক এম এ হান্নান প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।
বরিশাল খবর ২৪ প্রকাশিত-প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।