নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি : শাবাব ফাউন্ডেশনের নিঃস্বার্থ মানব সেবক দল নলছিটির ৫ম মৃত ব্যক্তির দাফনের কাজ সম্পন্ন করলো।
গত ৩১ মে রবিবার রাত দশটায় পৌঁছানোর পর শাবাব'র সেচ্ছাসেবক দলের সদস্যরা নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার মোহম্মদ রফিকুল ইসলাম(৬৭) এর লাশ দাফনের জন্য প্রস্তুতি গ্রহন করেন।
আজ ১ জুন সোমবার সকাল ৮টায় "শাবাব" নলছিটি শাখার ১০ সদস্যের মানবিক দলটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
রফিকুল ইসলাম গতকাল ৩১ মে রবিবার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন ( ইন্না ---রাজেউন)। তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেলকলেজ হাসপাতালের সাবেক হেড ক্লার্ক ছিলেন।
শাবাব টিমের সদস্য মুফতি জায়নুল আবেদিন,মুফতি হানজালা নোমানী,মুফতি সাইফুল ইসলাম,হাসিবুল হাসান সবুজ, শাহাদাত ফকির,মর্তুজা আলি মামুন,মাহাদি হাসান,মোঃজুয়েল,আসাদুজ্জামান,মোঃ নয়ন, রিভান নলছিটির যে কোন এলাকায় মৃত্যুর খবর পেলেই ছুটে যাচ্ছেন নিঃস্বার্থ ভাবে।
নিঃস্বার্থ মানবিক কাজের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com