যশোর ব্যুরো : আগামী ৪৫ দিনের মধ্যে যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন নাছির উদ্দিন।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আজম খসরু স্বাক্ষরিত চিঠিটি তারা ৪ অক্টোবর হাতে পেয়েছেন। তিনি বলেন, ২ অক্টোবর ইস্যুকৃত চিঠিতে যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও আমাকে (সাধারণ সম্পাদক) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করার উদ্যোগ জোরদার করা হয়েছে। দেড় শতাধিক কাউন্সিলরের সরাসরি ভোটে নতুন কমিটি গঠিত হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ এপ্রিল যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমানের মৃত্যু হলে পদটি শূন্য হয়। কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান ২৫ মে এক চিঠির মাধ্যমে যশোর জেলা শ্রমিক লীগের ১ নং সহসভাপতি জবেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে সংগঠনটির একাংশের নেতাকর্মী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আরেক সহ-সভাপতি সাইফুর রহমানের নাম ঘোষণা করে। এনিয়ে যশোর শ্রমিক লীগে অস্থিরতা সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com