গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক সরদার জানান, দীর্ঘদিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় খুব অসুবিধায় ছিলেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মঙ্গলবার ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যান। ভোরে জালে প্রচণ্ড বেগে টান লাগে। এরপর জাল তুলতেই বিশাল কাতল মাছটি দেখতে পান।
মাছটি দৌলতদিয়া বাজারের আনোয়ার খার মৎস্য আড়তে নেওয়া হলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেন। মাছটি বেশি দামে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, নদীতে পানি কমার কারণে এখন পাঙ্গাস, রুই, কাতলা, বোয়াল, বাঘাইড়সহ এ ধরনের বড় আকারের দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে। আগামী প্রজন্মের জন্য এ মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে ভবিষ্যতে এসব মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com